মানুষে মানুষে সম্পর্কের টানাপোড়ন
তবুও সম্পর্ক হতে হয়;
সম্পর্কই মানুষকে হাসায়
কাঁদায়
সম্পর্কই মানুষকে বাচায়।

সম্পর্ক হয় রক্তের কিংবা আত্মিক
কখনো বা যান্ত্রিক;
কিংবা শুধুই শাব্দিক।
সম্পর্কের বাধনে জীবন চলে বহুদূর
কখনো বা মাত্র কিছুদূর।

সম্পর্কের ভাংগনে অস্থির মন
নামহীন সম্পর্কেও দিন উদযাপন;
নানাবিধ সম্পর্কে দিনমান
সম্পর্কের সম্পর্কগুলো, কখনো পাহাড় সমান।

সম্পর্কে চলে বিবাদ
সম্পর্কেই হয় নুতনের চাষাবাদ;
অভিযোগ, অভিমান সম্পর্কেই থাকে
দহনের মাত্রাও সম্পর্কের বাঁকে বাঁকে।

মানুষে মানুষেই সম্পর্কের টানাপোড়ন
তবুও সম্পর্কেই জীবনকে যাপন।
গড়নে, মননে, ভাবনায় লুকানো সম্পর্ক
সম্পর্কের দাবীতেই চলে বিতর্ক।

কোন সম্পর্ক হয় ভীষন সতর্ক
কখনো সম্পর্কের দাবীই হয় মধুর তর্ক;
সম্পর্কে থাকে আবদার, চাওয়া পাওয়া
সম্পর্কই বয়ে আনে নিঃস্বতার হাওয়া।

সম্পর্কহীনতা মানে, শুধুই নিজের সাথে থাকা
কেবল ঈশ্বরই থাকতে পারে একা;
অদ্ভুত এক সৃষ্টি
মানুষ আসে একা, ফিরেও যায় একা
মাঝের সময়টাতে, যে কোনভাবেই জড়িয়ে থাকা

অক্টোবর ২০, ২০২৩ সকাল ৭টা
মিরপুর, ঢাকা