৯১১
আমার একটা গল্প আছে
কাউকে বলি না

আমার একটা স্মৃতি আছে
বাতাসের সাথে উড়তে উড়তে হারিয়ে যায়

আমার একটা পথ চলা ছিল
এখন থমকে গেছে

অক্টোবর ১৭, ২০২৩ রাত ৯টা
মিরপুর, ঢাকা

৯১২
একটি নির্লিপ্ত অস্থিরতা
আমায় ঘিরে ধরে
মাঝে মাঝেই, বিশেষত যখন দেয়ালের দিকে
দাঁড়িয়ে থাকি;
একটি ছায়া দেখতে পাই
ক্রমশই ছায়াটি লম্বা হতে থাকে
আমার দীর্ঘশ্বাসের মতো

যখন আমি আর প্রতিক্ষা করি না
তখন ছায়াটি আরো
কাছে আসে; আমার টুটি চেপে ধরে

অক্টোবর ১৭, ২০২৩ রাত ৯টা
মিরপুর, ঢাকা

৯১৩
নির্ধারিত পরাজয়
জমাটবাধা অন্ধকারেও জ্বল জ্বল করে

ভাবনাগুলো এলোমেলো হয়
জীবনের শূন্যতা; নাকি
শূন্যতার জীবন??

ঘুটঘুটে কালো রাতে ভাবনা জড়িয়ে যায়
রাতটাই কালো; নাকি
কালো হলেই রাত বলে??

অক্টোবর ১৭, ২০২৩ রাত ৯টা
মিরপুর, ঢাকা

৯১৪
আমার দুর্বিষহ সকালেও
অনেকে আমাকে “শুভ সকাল”, বলে
কি উত্তর দিবো, বুঝতে পারি না

আমার জন্মের প্রতি প্রচন্ড
ঘৃণা হলেও
বছরে একবার সবাই “শুভ জন্মদিন”, বলে
আমার কোন প্রতিউত্তর থাকে না

আমার জাবরকাটা বছরের শুরুতেও
অনেকে “শুভ নববর্ষ”, বলে উইস করে

আমি কাউকেই থামাতে পারি না
নিজেকে নিশ্চুপ রাখা ছাড়া, আর কোন উপায় থাকে না

অক্টোবর ১৭, ২০২৩ রাত ৯টা
মিরপুর, ঢাকা

৯১৫
টং দোকানে বসে চা খেতে
আমার ভীষন ভালো লাগে

অনেক দিন, নিজেকেই প্রশ্ন করেছি
কি পাই ওখানে
ভালো রেষ্টুরেন্টে বসে চা খাওয়া নয় কেন??

মানুষ, প্রান আর আকাশ
একাকার থেকে
জীবনকে অনেক জীবন্ত মনে হয়

অক্টোবর ১৭, ২০২৩ রাত ৯টা
মিরপুর, ঢাকা