আমার মৃত্যু হলে
কবিতারাও এতিম হয়ে যাবে
ডায়েরীতে, ফেসবুক পোষ্টে কিংবা
টুকরো কাগজে
পথশিশুদের মতোই ঘুরে বেড়াবে
বিখ্যাত কবি’দের কবিতা
বাচিক শিল্পীদের কন্ঠে
পুনঃমুদ্রনের জন্য ছাপাখানায়
কবিতার আসরে
টি শার্টের বুকে
দেয়ালে দেয়ালে
সর্বত্রই জ্বল জ্বল করে
আমি অবিখ্যাত মানুষ
আমার কবিতাও “অবিখ্যাত”
প্রকাশকরা ছাপাতে আগ্রহী হয় না
বিখ্যাত মানুষেরা পড়ে না
আমার কবিতার বই
কারো বুক শেলফেও জায়গা পায় না
আমার অভিমানী কবিতাগুলো
আমার ভাবনা প্রসূত
আমার সৃষ্টি
আমারই সন্তানতুল্য
আমার বেঁচে থাকা অবধি
আমার যত্নেই লালিত হউক
মৃত্যুর দিনক্ষন জানা থাকলে
সুবিধে হতো
পৃথিবীতে থেকে বিদায়ের আগে
কবিতাদের মুক্তি দিতাম
পুড়িয়ে ফেলতাম
পৃথিবীর জঞ্জাল পরিস্কার করে পারতাম
অবিখ্যাত মানুষের কবিতা’রা
জন্ম থেকেই অভিশপ্ত
আমার মতোই
অক্টোবর ১৬, ২০২৩ সকাল ৭টা
মিরপুর, ঢাকা