পাখিরা উড়ে বেড়ায়
আকাশ জুড়ে
মনের আনন্দে, ক্লান্ত হলে
গাছের ডালে ফেরে
আমার কোন পালক নেই
যুদ্ধ বিধ্বস্ত মাটি আছে
সভ্যতার দম্ভ মেশানো অট্রালিকা আছে
হিংসের নিঃশ্বাস ছড়ানো বাতাস আছে
অধিকৃত অঞ্চলে দখলদারিত্ব আছে
পাখিদের খাদ্য মজুত
রাখতে হয় না
খাদ্য গুদাম নেই, পাখিদের ঘরে
রেফ্রিজারেটরও নেই
আমার আছে;
রেফ্রিজারেটর আছে, খাদ্যগুদাম আছে
আবার খাদ্য সংকটের ভোগান্তিও আছে
পাখিদের বাঁচিয়ে রাখার
আধুনিক চিকিৎসা ব্যবস্থা নেই
হত্যা করার মরনাস্ত্র নেই
আমার দুটোই আছে
সারাক্ষন মৃত্যুর ভয়ও কাছেই আছে।
অমর হবার বাসনা আছে
মৃত্যুকে জয় করার আকাংক্ষাও মজুত আছে
অথচ
প্রতিনিয়ত নুতন নুতন কবরস্থান নির্মিত হচ্ছে
ইসরাইল, ফিলিস্তিন, গাজায়
মৃত্যুর মিশিলে সভ্যতার জয়োল্লাস চলছে।
অক্টোবর ১৪, ২০২৩ রাত ১১ট
মিরপুর, ঢাকা