৯০১
অনেক তো পুড়েছে
কিছুটা অক্ষত থাক;
এক জীবন শুরুটা পোড়া, শেষটা অক্ষত;
হয়তো আক্ষেপ
স্যালুট তোমারা যারা নিতে পেরেছো
সাহসী পদক্ষেপ
তোমাদের সাথে, আমাকেও নিও
সাহস দিও
হাতটা বাড়িয়ে রেখো
আমিও ফিরবো একদিন তোমাদের সাথে
দেখে নিও
অক্টোবর ১, ২০২৩ দুপুর ১২টা
পল্টন টি স্টল
৯০২
উত্তাপে ঝলসে যায় মানুষ
উত্তাপের ওমে'ই টিকে যায়
রাতেরও একটা সুর থাকে
"নিস্তব্ধতার সুর"
আমি সুরের অপেক্ষায় থাকি
অন্ধকারেরও ঘ্রাণ থাকে
ঘ্রান আমায় বাচিয়ে রাখে
অক্টোবর ১২, ২০২৩ সন্ধ্যে ৬টা
স্ট্রিট টি স্টল, মিরপুর, ঢাকা
৯০৩
কখনো কখনো
চোখের জল, বৃষ্টির ফোটা
মিশে একাকার
একে অপরকে আড়ালে রাখে
পুরুষেরা সব সময়ই
বৃষ্টির কাছে কৃতজ্ঞ থাকে;
চোখের জল আড়ালে রেখে
ছুটে চলে টিকে থাকার সম্ভাবনার খোজে
বৃষ্টির ফোটায়
চোখের জল মিশে নদী হয়
বুকের ভেতর গোপন রয়
অক্টোবর ১২, ২০২৩ রাত ৯টা
মিরপুর, ঢাকা
৯০৪
মানুষ হারাতে চায় না বলেই
সব হারিয়ে ফেলে
মানুষ মৃত্যুকে ভয় পায় বলেই
জীবনকে দেখতে পায় না চোখ মেলে
মানুষ শুধু সুখী হতে চায় বলেই
সারাক্ষন কষ্টের সাথেই চলে
মানুষ নিজেই তার চাওয়া জানে না
তাই জীবনকে উদযাপন করতে পারে না
অক্টোবর ১৩, ২০২৩ রাত ১১টা
মিরপুর, ঢাকা
৯০৫
যে মানুষ সবারই বন্ধু
সে আসলে, কারোর বন্ধু হয় না
যে মানুষ সবারই পরিচিত
সে মূলত কারোরই পরিচিত না
যে সবারই আপন, সে কারোরই আপন না
অক্টোবর ১৩, ২০২৩ রাত ১১টা
মিরপুর, ঢাকা