মানবতার দায়বদ্ধতায়
জন্মেছিলাম
লোভের সন্ত্রাসে আজ
বিবেকবোধটুকুও হারালাম!!
সভ্যতার দাম্ভিকতায়
আমাদের বসবাস লাশের গুহায়
ইসরাইল, ফিলিস্তিনে প্রিয়জনের লাশ
বাতাসা ভারী নিঃশ্বাস
গ্রেনেড, ড্রোন হামলায়
শিশুদের দেহ ছিন্নভিন্ন হয় বোমায়;
প্রতিদিন প্রিয়জনের লাশ
মিথ্যে মানবিকতার আশ্বাস
প্রাচ্য, পাশ্চাত্য
মধ্যপ্রাচ্য আর আরব বিশ্ব
পৈচাশিক উল্লাসে মেতে আছে
সমগ্র বিশ্ব
ক্ষমতার দম্ভে আক্রোশের রাজত্বে
মানবতা পরাজিত
তবে কেন বলি; মানুষ সর্বশ্রেষ্ঠ
আদতে, কুকুর বেড়ালের চেয়েও নিকৃষ্ট
অক্টোবর ১২, ২০২৩ রাত ১১টা
মিরপুর, ঢাকা