৮৮১
যে ইচ্ছেটা এক সময়
পাগল করে তুলতো
সেই ইচ্ছেটাই, এখন শান্ত করে রেখেছে

যে ইচ্ছেটা এক সময়
খুব পোড়াতো
এখন পোড়া তাপ শোষিত হয়েছে

ভালো কিংবা মন্দ; এখন
কোনটাই নেই, স্থিরতায় এগোচ্ছি অনন্তের দিকে

সেপ্টেম্বর ২৮, ২০২৩ সকাল ৮টা
মিরপুর, ঢাকা

৮৮২
শেষকৃত্য অনুষ্ঠান
শান্ত করে;
কবরস্থান কিংবা শশ্মান
স্মৃতি আর মুখোচ্ছবি পুনঃপুনঃ ভাসে

দুরারোগ্য ব্যাধির মতো
চিনচিনে ব্যাথার রেশ থেকে যায়

অহর্নিশ একটা কষ্ট নীরবে
বয়ে বেড়াই

সেপ্টেম্বর ২৮, ২০২৩ সকাল ৮টা
মিরপুর, ঢাকা

৮৮৩
খুচরো পয়সার মতোই
অনেক কষ্টে কিছু স্বপ্ন জড়ো করেছিলাম
একটা জীবন কেনার ইচ্ছে ছিল

অথচ, দমকা বাতাসে
কাঠি থেকে পুরোটাই পরে গেল;
আইসক্রিমের মতো একটু একটু গলে পড়লে
তবু কিছুটা পাওয়া যেতো

অধরা স্বপ্নগুলো
মনোঃকষ্টে নিজে থেকেই হারিয়ে গেলো

সেপ্টেম্বর ২৮, ২০২৩ সকাল ৮টা
মিরপুর, ঢাকা

৮৮৪
রোজ আসে “প্রতিদিন”
আমি জীবনকে খুঁজি
অযথাই ঘুরপথে ঘুরে আসি, দেখা পাই না

গল্পগুলো এখন
জাবরকাটা সময়ের উদযাপন মনে হয়
একঘেয়েমী লাগে

জীবনের একঘেয়েমী; নাকি
একঘেয়েমীর জীবন
ব্যাখাটা জানা হয়নি, মূলত জানতে চাইনি

সেপ্টেম্বর ২৮, ২০২৩ সন্ধ্যে ৬টা
স্ট্রিট টি স্টল, মিরপুর, ঢাকা

৮৮৫
বর্তমান’টা মরিয়া হয়ে থাকে
অতীতটাকে ভুলে থাকার জন্য;
সারাক্ষন
যুদ্ধ করতে থাকে

অনিশ্চিত ভবিষ্যতের সাথেও
যুদ্ধ করতে হয়;
বর্তমানকে

আহা! বেচারা, একা একা আর
কতোটা পারে!!!

নিরুপায় আমিও সহযোগীতার হাত বাড়াতে পারি না

সেপ্টেম্বর ২৮, ২০২৩ সন্ধ্যে ৬টা
স্ট্রিট টি স্টল, মিরপুর, ঢাকা

৮৮৬
একের পর এক বিস্ময়

ক্ষত বিক্ষত শরীর ও মন

অন্তর্গত রক্তের ভেতর খেলা করে
জীবনের অবিশ্বাস্য সব বিষ্ময়
ক্লান্ত করে
দেহের হাড়গুলো জীর্ণতায় ভরপুর
থেকে
নিরন্তর ছুটে চলে

তুমি কিংবা আমি
এসবের জন্য দায়ী একচ্ছত্রভাবে

সেপ্টেম্বর ২৭, ২০২৩ রাত ১২টা
মিরপুর, ঢাকা

৮৮৭
কোথাও ঈশ্বরকে
খুঁজে পাওয়া গেল না
পূন্যতার চাষ করেছি, মসজিদ মন্দিরে
আকন্ঠ পান করেছি লাল পানীয়

ভালোবাসার অনু পরমানুতে
বিচরণ করেছি অকপটে;
ঘৃণার পাত্রে অনীহা ঢেলেছি
যখনই সময় পেয়েছি

অথচ, ঈশ্বর থাকেনি
কোথাও

একটি মাত্র জায়গা এখনো যাওয়া হয়নি
নিজের ভেতরের লুকানো কুঠরীতে

হয়তো এবার, ঈশ্বরের দেখা মিলবে

সেপ্টেম্বর ২৮, ২০২৩ রাত ১০টা
মিরপুর, ঢাকা

৮৮৮
আমার আনন্দগুলো
লুকিয়ে রাখি বাতাসের শরীরে
গ্লানিগুলো
ডায়েরীর পাতায়

আমার রক্তক্ষরণ হয়
প্রতিদিনের টুকরো ভাবনায়
প্রতিটি দিন কাটে আশঙ্কায়
অজানায়

তবুও, আমি তোমাদের জন্য
একটি ফুলের বাগান তৈরির চেষ্টা করি প্রতিনিয়ত

সেপ্টেম্বর ২৮, ২০২৩ রাত ১০টা
মিরপুর, ঢাকা

৮৮৯
পাহাড়ের ওপার থেকে
কেউ একজন দেখে ফেলে
রুগ্ন দৃশ্যগুলো
রক্তক্ষরণের সন্ধ্যেটুকু

কেউ একজন
নিঃশব্দের চিৎকারগুলো
গভীর ঘুমের নীচে লুকিয়ে রাখে

অথচ, অন্ধ আমি তাকে দেখি না

আমি অনুভব করতে চাই তাকে
এবং
আমার সত্ত্বাকে

সেপ্টেম্বর ২৬, ২০২৩ রাত ১২টা
মিরপুর, ঢাকা

৮৯০
বিরল এক অনুভূতিকে
স্পর্শ করেছিলাম; কোন এক অবুঝ সময়ে

জলের প্রতিবিম্বে
অভিজ্ঞতার প্রতিফলন ছিল না

অপমানিত অনুভূতিটা
আজও ডুকরে ডুকরে কেঁদে ওঠে

অভিমানি আত্ম নিঃশব্দে
সময়ের কাছে আত্মসমর্পন করে

সেপ্টেম্বর ২৬, ২০২৩ রাত ১২টা
মিরপুর, ঢাকা