৮৭৬
কৌতূহলী জীবনটা
ফিরে গেছে নিজ অক্ষে
দেহটা এখনো জমা আছে
পৃথিবীর অভ্যন্তরে
কারো কারো কাজে লাগছে এখনো
অচিরেই, প্রয়োজন ফুরোবে
দেহ এবং আত্মার মিলন হবে
নিঃসঙ্গ আত্মাটি অপেক্ষায় আছে
সেপ্টেম্বর ২৭, ২০২৩, পড়ন্ত বিকেল
টি স্টিল, মিরপুর-১২
৮৭৭
শহরের সিগন্যালে
সবগুলো সবুজ বাতি একসাথে জ্বলে না
কিছু জায়গায়
“লাল বাতিও” জ্বলে থাকে
হলুদ বাতির আগে নাকি পরে
লাল এবং সবুজ বাতি?
হিসেবটা
সব শহরে একরকম হয় না
সেপ্টেম্বর ২৭, ২০২৩, পড়ন্ত বিকেল
টি স্টিল, মিরপুর-১২
৮৭৮
আজ সকালে
প্রচন্ড ভিড়ের এক পাবলিক বাসে যাচ্ছিলাম
একেকটা স্টপেজে
কন্ডাকটর হাক ডাকে
কলেজ গেট, আসাদ গেট, শুক্রাবাদ…
নামেন; নামেন…
অথচ, দুজন মানুষের কোন ভ্রুক্ষেপ নেই
দুজনই নারী
একজন; ছেলে বাচ্চাকে লুকিয়ে বুকের দুধ খাওয়াচ্ছে
অন্যজন
প্রতি মিনিটে শতবার ওড়না সামলাচ্ছে
সেপ্টেম্বর ২৭, ২০২৩, সকাল ১১ট
শুক্রাবাদ, ঢাকা
৮৭৯
জীবনের তাড়া খেয়ে
মানুষগুলো দৌড়াতে থাকে প্রাণপণে
আমিও তাদের মধ্যে একজন
অথচ; একজন নির্বিকার
মুচকি হাসে
কি লাভ; এতো দৌড়ানোর?
একটু শান্ত থাকো, জীবনের নিজেরও একটা
নিয়ম আছে
তোমার কি হিম্মত আছে তা পরিবর্তন করার!!
সেপ্টেম্বর ২৭, ২০২৩, পড়ন্ত বিকেল
টি স্টিল, মিরপুর-১২
৮৮০
মাঝে মাঝেই
রয়েল নেক্সট সিগারেট আর মু্রগীর
দুধের চায়ের সাথে তুমুল আড্ডা জমে ওঠে আমার
আড্ডা ফেলেই
ফিরে আসতে হয় ঘরে
অথচ; আমার ঘর বলতে কিছু নেই
জাবরকাটা জীবনে ঘর থাকতে নেই
সেপ্টেম্বর ২৭, ২০২৩, সকাল ৭ট
মিরপুর, ঢাকা