অনিচ্ছেগুলোর দুর্দন্ড প্রতাপে, শাষনে এবং
অলিখিত রাজত্বে
ইচ্ছেগুলো কোনঠাসা, নিপীড়িত,
অবশেষে; পরাজিত
ইচ্ছেগুলোর বসবাস অনিচ্ছেদের সাথে
সমঝোতা, আর মানিয়ে নেয়া;
ইচ্ছেরা ভীষন ক্লান্ত!!
ইচ্ছেদের সাথে থাকি আমি
অনিচ্ছেদের সাথে রূঢ় বাস্তবতা
রশি টানাটানি খেলা আর কতকাল!!
ইচ্ছেগুলো হারিয়ে যায়
কোনদিন ছিল, এমন অস্তিত্বও বিলীন হয়
ইচ্ছেদের সাথে আমারও
বিচ্ছেদ হয়
আমি হয়ে যাই আরো একা, আরো নিঃসঙ্গ
সেপ্টেম্বর ২৪, ২০২৩ সকাল ১০টা
সেগুনবাগিচা, ঢাকা