৮৫৬
ভুল হয়ে যার বার বার
ভুল করে ভুল হয়
ভুল না করেও ভুল হয়

শুন্যটাকে সংখ্যা দিয়ে মুড়তে
আপ্রান চেষ্ঠা করলাম
অথচ, হেরে গেলাম

শুন্যটাকে আগলে রেখেই
ভালো থাকতে চাইলাম
অথচ, শূন্যতায় ভরে উঠলো মন

সেপ্টেম্বর ২৩, ২০২৩, সকাল ১০টা
মিরপুর, ঢাকা

৮৫৭
মানুষের প্রতিটি মৃত্যুতে
আক্ষেপ জড়িয়ে থাকে
অতৃপ্ত আত্মা বিষাদে ভর করে বিদায় নেয়

গাছেদের মৃত্যুতে কোন আক্ষেপ থাকে না
বেদনার নীল রঙ থাকে না
পাখিদের মৃত্যুতেও না

তবে, শ্রেষ্ঠত্ব কিসে??

সেপ্টেম্বর ২৩, ২০২৩, সকাল ১০টা
মিরপুর, ঢাকা

৮৫৮
জালানার ওপাশে
একই প্রতিচ্ছবি,প্রতিদিন
ঘোরলাগা সময়ে বুদ হয়ে থাকে অবুঝ আত্মা
সময়ে নির্জীব হয় নিজের স্বভাবে

আমি তখন কোথায় থাকি
অস্তিত্বের কোন শব্দ শুনতে পাই না

আমি আমার সাথে থাকি
অথচ থাকি না

সেপ্টেম্বর ২৩, ২০২৩, ভোর ৬টা
মিরপুর, ঢাকা

৮৫৯
নিরেট মিথ্যাচারের
সম্মুখীন হই বারবার, একজীবনে
আর কতো!!

প্রতিশ্রুতিবদ্ধ আমি

অথচ, অপবাদ আর মিথ্যাচারের
জোয়ারে ভেসে যাই

আমি তখনো অঙ্গীকারের জালে জড়িয়ে
রাখি নিজেকে

সেপ্টেম্বর ২৩, ২০২৩, ভোর ৬টা
মিরপুর, ঢাকা

৮৬০
ভীষন হুলুস্থুল ছিল তখন
যখন এসেছিলে

আবার ভীষন এক হুলুস্থুল কান্ড হলো
যখন হারিয়ে গেলে

দুটো হুলুস্থুল কান্ড
এক জীবন; ভার নিতে অক্ষমতা প্রকাশ করলো

সেপ্টেম্বর ২৩, ২০২৩, ভোর ৬টা
মিরপুর, ঢাকা

৮৬১
মানুষের ইচ্ছেগুলো
কখন মরে যায়?
এটা আমার আজীবনের প্রশ্ন?

বয়সের সাথে সাথে
ইচ্ছেগুলোরও কি বয়স বাড়ে?

বয়স বাড়ার সাথে
ইচ্ছের কোন সম্পর্ক নেই, এটা আমার ধারনা

তবে কি
বেঁচে থাকার অনীহা
অপূরনীয় ইচ্ছেগুলোর অভিমানী প্রতিশোধ
সস্পর্কের টানাপোড়ন
নাকি, অন্যকিছু??!!??

সেপ্টেম্বর ২৩, ২০২৩, রাত ৯টা
মিরপুর, ঢাকা

৮৬২
অসুখী মানুষের ক্যাভাসে
আঁকা হয়
সুখী মানুষের জীবন রেখা

জরাজীর্ণ মানুষের
কঙ্কালে গঠিত হয়
সুখী মানুষের জীবন পাটাতন

কালের প্রবাহে একদিন
অসুখী মানুষ বিলীন হয় শূন্যতায়

সেপ্টেম্বর ২৩, ২০২৩, রাত ৯টা
মিরপুর, ঢাকা

৮৬৩
সকালের নাস্তা হিসেবে
পান্তা ভাত আমার ভীষন প্রিয়

পান্তা ভাতকে
আমার সূত্রধর মনে হয়
আগের দিন এবং পরের দিনের যোগসূত্র

অতীতের সাথে বর্তমানের
অন্তরঙ্গতা

যোগসূত্রহীন জীবন বড্ড একঘেয়ে!!

সেপ্টেম্বর ২৩, ২০২৩, রাত ৯টা
মিরপুর, ঢাকা

৮৬৪
মলাটবদ্ধ জীবনে
প্রতিটি ভোর আসে অচেনা নারীর মতো

আধো আধো আলো
প্রত্যাশিত সারাদিনের ভাবনা
অজানা আশংকাতো বটেই!!

কতো যুদ্ধ অপেক্ষা করছে!!

শুরু হয় আজন্ম লালিত স্বপ্নের
আরো একটি অনিশ্চিত যাত্রা

সেপ্টেম্বর ২৩, ২০২৩, রাত ৯টা
মিরপুর, ঢাকা

৮৬৫
প্রয়োজন ফুরিয়ে গেলে
ফিরে যাও নিজের অক্ষে;
অবসর কেটে গেলেও
ফিরে যাও নিজ বৃত্তে।

আমি তখনও অপেক্ষায় থাকি
আরো একবার ভুল করি

কতগুলো ভুলের মাশুল শেষে
আর ভুলে পরবো না আমি?

অনন্তকালের ভুলেই কি
অসীমতায় যাত্রা আমার?

সেপ্টেম্বর ২৩, ২০২৩, রাত ৯টা
মিরপুর, ঢাকা