ভুল করেও যদি
কোনদিন; হঠাৎ মনে পড়ে আমায়
ক্ষনিক তামাসায়ও যদি
দেখতে ইচ্ছে করে আমায়
চলে এসো
কোন কিছুর জন্যই
দ্বিধাগ্রস্থ হতে হবে না;
কোন ভুলের জন্যই
ক্ষমা প্রার্থনা করতে হবে না।
চলে এসো
অনুতপ্ত হতে হবে না
যদিও
কোন কিছুই ভুলে যাই না আমি;
তবে মনে রেখে, তোমায় কষ্টও দিতে চাই না
চলে এসো
তুমি “যদি” আসো, ছুঁয়ে দেবো তোমায়
এমনটা ভাবি না;
তুমি “যখন” আসবে, তখনই ছুঁয়ে দেবো।
সেপ্টেম্বর ২২, ২০২৩ বিকেল ৪টা
মিরপুর, ঢাকা