৮৩৮
ভুলের মধ্যে থেকে
আরো বেশি ভুল বাড়ছে, বেড়েই চলছে

অথচ, আমি ফিরে যেতে চাই
শূন্যের কাছে

অযথাই
আটকে থাকি মিথ্যে প্রহেলিকার সাথে

সেপ্টেম্বর ২০, ২০২৩ রাত ৯টা
মিরপুর, ঢাকা

৮৩৯
কাক ডাকা ভোরে
অনুভবে আসে হিম হিম শীতল বাতাস;
এবং; চেনা জীবনের
অচেনা নিঃশ্বাস।

আর কতোকাল কাটবে সময়
এই ভুবনে;
চশমার আড়ালে
মায়াজালে ভরপুর এক জীবনে।

সেপ্টেম্বর ২০, ২০২৩ রাত ৯টা
মিরপুর, ঢাকা

৮৪০
ঈশ্বরের প্রতি অভিযোগকারী
মানুষগুলো ভালো থাকে;
ঈশ্বরকে পাত্তা না দেয়া মানুষগুলো
আরো বেশি সুখে থাকে।

কেবল
ঈশ্বরের প্রতি অভিমানী মানুষগুলোর
দিনকাটে
অবজ্ঞায়, অবহেলায়, নিঃস্বতার সাথে

সেপ্টেম্বর ২০, ২০২৩ ভোর ৬টা
মিরপুর, ঢাকা

৮৪১
ইদানিং স্বপ্নেরা
নিরাপদ আশ্রয় হারিয়েছে;
এতোকাল যারা ছিল
জীবনের সঙ্গে মিশে,খুবই কাছে।

চোখের নীচে কালচে দাগ
আরো গাঢ় হয়েছে;
নিস্প্রান যুবক; স্বপ্নহীন এক যাত্রা পথে রওনা হয়েছে
স্বপ্নেরা তাই ভেবে নিয়েছে।

সেপ্টেম্বর ২০, ২০২৩ ভোর ৬টা
মিরপুর, ঢাকা

৮৪২
আমি প্রতিনিয়ত অপেক্ষা করি
একটি পরিচিত শব্দের;
অথচ, ধাবিত হই
মায়াবী এক সর্বনাশের।

আমার ভবিষ্যৎকে নষ্ট করে
সর্বনাশা বর্তমান

ছোয়াচে মড়ক বাঁচিয়ে বর্তমানকে জড়িয়ে থাকি
সর্বনাশা অতীত
পুড়ে ছাড়খার করে দেয়, কিছুই রাখে না বাকী

সেপ্টেম্বর ২০, ২০২৩ রাত ৯টা
মিরপুর, ঢাকা

৮৪৩
কবিতারা সব সময়ই
আর্তনাদ করে

ভালোবাসার আর্তনাদ
মানবতার আর্তনাদ
শোষনের বিরুদ্ধে আর্তনাদ
বেঁচে থাকার আর্তনাদ
নিরাপদ মৃত্যুর আর্তনাদ

এতো আর্তনাদ, এতো আহ্বান
এতো, এতো কাতরতা, এতো বিদ্রোহ

অথচ; কবিতারট্প্ততাবাক প্রতিবন্ধী
মলাটবদ্ধ জীবনই তার সীমানা

সেপ্টেম্বর ২০, ২০২৩ রাত ১১টা
মিরপুর, ঢাকা

৮৪৪
আমি এবং
আমরা কবিতারা
একই সঙ্গে অপেক্ষা করি
কোন একদিনের জন্য

পৃষ্ঠার পর পৃষ্ঠা জুড়ে
কবিতাদের আর্তনাদ করতে হবে না
সেদিন

কবিতারা বিশ্রাম নেয়ার সুযোগ পাবে
আমিও বিশ্রাম নিতে চাই
কবিতাদের সাথে

সেপ্টেম্বর ২০, ২০২৩ রাত ৯টা
মিরপুর, ঢাকা

৮৪৫
হলুদ পাতাগুলো মিশে যায়
ঝড়ে যাওয়া
শুকনো পাতাদের সাথে

অথচ; তারাও একদিন সবুজ ছিল

শেষ বিকেল মানেই
প্রস্থানের ইঙ্গিত;
আবারো নুতন সুর্য্যের আগমন হয়তো; কিন্তু
সেটা পরের দিন;
কোনভাবেই পূর্বের দিন নয়।

সেপ্টেম্বর ২০, ২০২৩ রাত ১১টা
মিরপুর, ঢাকা