৮৩৬
আকাশটা রোজ বদলে যায়
কারো কারো জীবনও
এমন; রোজ বদলে যায়
আকাশের বিশালতার নীচে
জীবনেরও একটা কিছু বলার থাকে
সম্ভাবনাগুলো বাচে
শুধু একটু মিলিয়ে নিতে হয়;
উঠে দাড়াবার জন্য
জীবনের সাথেই সমঝোতা করতে হয়।
সেপ্টেম্বর ১৯, ২০২৩ ভোর ৬টা
মিরপুর, ঢাকা
৮৩৭
আমি ঈশ্বরের কাঠগড়ায়
আসামী
তোমাদের কাছে তো নিশ্চই
এখন আর বিস্ময় বোধ করি না
তোমরা নিজেদের ঈশ্বরের
সমতুল্য করে তুলেছো
আমি বিষ্মিয় ভরা চোখে তাকিয়ে দেখি
তোমাদের!!
সেপ্টেম্বর ১৯, ২০২৩ সকাল ১২টা
মিরপুর, ঢাকা