৮৩১
আসমান থেকে আসে
আগুনের লেলিহান শিখার ভয়
এখানে, চোরাবালিতে আটকে থাকা
কোন কিছুই হয় না জয়
দোদুল্যমানতায়
সিংহভাগ সময়ের অপচয়
অথচ অপচয় হবার কথা ছিল না
অনেক কিছুই কথা থাকে না
অথচ; হয়ে যায়
সেপ্টেম্বর ১৮, ২০২৩ সকাল ১০টা
মিরপুর, ঢাকা
৮৩২
স্বপ্নগুল্প অধোরা
দারিদ্র্যতার অহমিকা
প্রত্যাশার চাদরে মোড়ানো দিনলিপি
সুন্দরের আকাঙ্ক্ষা
অপ্রাসঙ্গিক ধূলোয় আটকে
থাকে জীবন
ঝেড়ে ফেলার সামর্থ নেই
তীব্র এক ঘৃণা নিয়ে ‘জীবন’
তাকিয়ে দেখে
আমার ব্যার্থতার ঝুলি
আমি তখন অসহায় এক মুর্তি ধারন করি
সেপ্টেম্বর ১৮, ২০২৩ সকাল ১০টা
মিরপুর, ঢাকা
৮৩৩
এখানে গভীর রাত, গাঢ় অন্ধকার
ওখানে, তীব্র শাষন, জ্বলে পুড়ে ছাড়খার
অহংকারী শরীরের নিস্তার নেই
আত্মবিশ্বাসী মনেরও জায়গা নেই
আমি তবে
কোন অস্তিত্ব নিয়ে থাকি
এখানে ওখানে ঘুরে বেড়াই, কিসের প্রত্যাশায়?!?!
সেপ্টেম্বর ১৮, ২০২৩ সকাল ১০টা
মিরপুর, ঢাকা
৮৩৪
কতকাল আর হাঁটবো
সুখ খুঁজে বেড়াবো?
পকেট ভর্তি কষ্টগুলো
কখন তাড়াবো?
খুঁজেছি তো ঝলমলে রোদ্দুরে
গভীরতার অন্ধকারে;
পূর্ণিমার আলোক রেখায়
ঘামঝড়া গলিপথে, তিরস্কার নিয়ে মাথায়
ক্লান্ত এক পথিক
বিধ্বস্ত সন্ধ্যা !!!
সেপ্টেম্বর ১৮, ২০২৩ দুপুর ২টা
মিরপুর, ঢাকা
৮৩৫
ঈশ্বরের দেয়া রঙ তুলিটা
হাতেই ছিলো
ছবি আঁকা শিখতে পারিনি বলে
জীবনের ছবি আঁকা হয়নি
পুরো জীবন ধরে
রঙ তুলিটা হাতেই রাখলাম
অথচ আশ্চর্যের বিষয়!!
ছবি আকতেই ভুলে গেলাম
অন্যের আঁকা ছবিতে বিস্ময়
গেলো না
নিজের ছবি আর আঁকা হলো না
সেপ্টেম্বর ১৮, ২০২৩ দুপুর ২টা
মিরপুর, ঢাকা