তুমি চাইলেই
আমার সাথে নাও জড়াতে পারতে
প্রেমটা টিকে থাকতো
শুধু শুধুই জড়ালে
আমার প্রেমটাকে অবমাননা করলে!!
তুমি চাইলেই
দূরত্ব বজায় রাখতে পারতে
পারস্পরিক বিশ্বাসটা টিকে থাকতো
শুধু শুধু কাছে থেকে গেলে
আমার বিশ্বাসটাকে অপমান করলে!!
তুমি চাইলেই
সন্দেহ মুক্ত থাকতে পারতে
পারস্পরিক শ্রদ্ধাবোধটা আজীবন থাকতো
শুধু শুধুই সন্দেহে থাকলে
ভালোবাসার নামে, জীবনটা অচল করে দিলে!!
সেপ্টেম্বর ১৬, ২০২৩ দুপুর ৩টা
মিরপুর, ঢাকা