৮১৬
তবুও কথা বলি
নিঃসঙ্কোচে
প্রগাঢ় অন্ধকারে এক টুকরো আলোর আঁচে
জীবন হয়তো এভাবেই বাঁচে

অদম্য এক বাসনায়
অব্যক্ত কথামালা
হয়তো কোন এক মূহুর্ত নীল আকাশ ছুঁয়ে দেবে
গাঢ় নিঃশ্বাসে ডুবে

সেপ্টেম্বর ১৫, ২০২৩ রাত ১১টা
মিরপুর, ঢাকা

৮১৭
মুঠোয় মুঠোয় ধরতে চাই
অথচ, হাত বাড়িয়ে অবজ্ঞার জল পাই

আকাঙ্ক্ষার স্বপ্নের সাথেই লড়াই
তীব্রতার নেই বড়াই
হয়তো কোন একদিন খুঁজে তা পাই
যখন হারানোর বেদনায় নিজেকে হারাতে যাই

ছন্দপতনে, ইচ্ছেগুলো শুকিয়ে গেছে
সেই কবেই
অথচ, অহেতুক অতলে হাত বাড়াই

সেপ্টেম্বর ১৫, ২০২৩ রাত ১১টা
মিরপুর, ঢাকা

৮১৮
কাঠ আর পেরেকের সমন্বয়ে
নৌকা তৈরি হয়
জলে ভাসে, দূর দূরত্বে অবিরাম ভেসে বেড়ায়

আমার ঘরে অনেকগুলো
পেরেক ছিল
প্রচুর কাঠ ছিল
নৌকাও তৈরী হয়েছিলো

অথচ ভেসে বেড়াতে পারেনি, কোনদিন !!

সেপ্টেম্বর ১৫, ২০২৩ রাত ১১টা
মিরপুর, ঢাকা
৮১৯
আমি কখনোই
শূন্য ঘরে ফিরিনি
শূন্য ঘরে বসবাস করিনি, অথচ
শূন্যতা আমাকে কখনোই ছাড়েনি

শূন্যতার সাথে সখ্যতা
আমার আ-জীবনের
শত্রুতাও এক জীবনের
এই ভুবনের মানুষ আমি; বাসিন্দা অন্য ভুবনের

সেপ্টেম্বর ১৫, ২০২৩ রাত ১১টা
মিরপুর, ঢাকা

৮২০
ছোটবেলায় একটি কুকুর
আমায় তাড়া করেছিলো
ভীষন আতঙ্কিত হয়েছিলাম

বড় বেলায়, কুকুরগুলো
আরো সংঘবদ্ধ হয়েছে,

কুকুরগুলোর ছায়াগুলোও
দিনে দিনে কুকুর হয়ে
সংখ্যায় আরো বেড়ে যাচ্ছে

হয়তো কুকুরগুলোর সাথেই আমার সমাধি হবে!!

সেপ্টেম্বর ১৫, ২০২৩ রাত ১১টা
মিরপুর, ঢাকা