অগোছালো থাকেনি অনেক কিছুই
টেবিলে খাতা কমল
লাইব্রেরীতে থরে থরে সাজানো বই
পাতার পর পাতা লিখা পৃষ্ঠা
বছর শেষ হলেই নুতন ডায়েরী
আলমারীতে ম্যাচিং ড্রেস
ঘড়ি, জুতো
মাস গেলেই সংসারের খরচ
সামাজিকতা, অনন্দ উৎসব,
সবই তো গোছানো
অনেকতো গোছানো হলো
একাডেমীক শিক্ষা
যতটুকু ছিল ইচ্ছা;
মধ্যমানের ক্যারিয়ার,
চলেছি তো সোজা নাক বরাবর
অথচ, জীবনটা অগোছালো থেকে গেল
সম্পর্কের সম্পর্কগুলো
অগোছালোই রইলো
ছড়ানো ছিটানো এই জীবনে’
আর কি গোছানো হবে সব
সব কিছু গোছানোর সময় ছিল
শুধু জীবনে জন্য
নিজের জন্য সময় ছিলো না
জীবনকে গুছিয়ে রাখার সময় ছিল না
বড্ড এলোমেলো এক জীবনের
ইতি ঘটবে
বেখেয়ালে, অযত্নে, অবেহেলায়
সেপ্টেম্বর ১৪, ২০২৩ বিকেল ৫টা
মিরপুর, ঢাকা