৮১১
কথোপকথনের মায়াজাল
শিরোনামহীন রহস্য তৈরি করে

ফেরার পথকে
অবরুদ্ধ করতে চায়
শৃঙ্খলিত রাখতে চায়
নিঃশ্বাসের নৈকট্যে আটকাতে চায়

কথা ছিল
তা মুক্ত করে দেবে
সুখানুভূতিতে ভরে দেবে মন

কথা ভঙ্গের কোন শাস্তি হয় না!!

সেপ্টেম্বর ১২, ২০২৩ ভোর ৬টা
মিরপুর, ঢাকা

৮১২
হতাশার কঙ্কালে
ভরে আছে ঘর, মাঠ, রাস্তা, মসজিদ, মন্দির…
মৃত্যু অনিবার্য
অথচ; তার কোন প্রয়োজন ছিল না

মেঘের দীর্ঘ শ্বাসে
গল্পদের মৃত্যু হয়েছে অনেক আগেই
কালের বিবর্তনে হয়তো হারাবে পদচিহ্ন
অথচ; কোন প্রয়োজন ছিল না

সেপ্টেম্বর ১২, ২০২৩ ভোর ৬টা
মিরপুর, ঢাকা

৮১৩
নিয়মের ফর্দ মেনে
প্রতিদিন ঘুম থেকে জেগে উঠি
হেটে যাই নিরুদ্দেশের পথে

নিখোঁজ বিজ্ঞপ্তি ছাড়াই
ফিরে আসি সুবিন্যস্ত এক টানে
আসলে কিন্তু ফিরি না

নিয়মের রুঢ় আয়োজনে
প্রতিদিন দৃশ্যমান থাকি এখানে ওখানে
মূলত দিন কাটে, নিঃস্বতার সাথে
সেপ্টেম্বর ১২, ২০২৩ ভোর ৬টা
মিরপুর, ঢাকা

৮১৪
মাঝে মাঝে ইচ্ছগুলো
বায়না ধরে
নিয়ন ভাঙ্গার আয়োজনে
কিছুটা অভিমানে

বিষন্নতার প্রখরতায়
অভিযোগ থাকে নির্জনতায়

মাঝে মাঝে খেয়ালি মনে
নির্ঘুম রাতে কাটে নৈরাশ্যের কোণে

সেপ্টেম্বর ১২, ২০২৩ ভোর ৬টা
মিরপুর, ঢাকা

৮১৫
জীবনের সমস্তটা
ঢেলে দিয়ে অবশেষে পেয়েছি
কিছু সংখ্যা

কাছে দূরে
সবকিছুকে কাছে টেনে, অবশেষে পেয়েছি
কিছু সংখ্যা

বিত্ত, বৈভব, ব্যাংক, ব্যালেন্স
গাড়ি, বাড়ি, নারী
সবই সংখ্যা; এর বাইরে আর কিচ্ছু নেই

সেপ্টেম্বর ১২, ২০২৩ ভোর ৬টা
মিরপুর, ঢাকা