৮০১
আমার খুব পালাতে ইচ্ছে করে
কিন্তু কোথায় পালোবো?

অদৃশ্যের দিকে পালাতে চাই
অসীমতার দিকে পালাতে চাই

এই শহর আমাকে আর টানে না
তুমিও না

তুমি অনেক বদলে গেছো
শহরটা বদলায়নি
আমিও না

সেপ্টেম্বর ১১, ২০২৩ রাত ৯টা
মিরপুর, ঢাকা

৮০২
ভেতরে একটি মন্বন্তর নিয়ে
ঘুরে বেড়াই

তোমার খোপায় গুজে রাখা
রক্ত লাল গোলাপ
গায়ে জড়ানো রক্ত লাল শাড়ি
ঠোটে রক্ত লাল লিপিষ্টিক

কোন কিছুই টানে না
আগের মতো; অথচ পাগল হয়ে যেতাম এক সময়;
বদলে যাওয়া সময় এবং তুমি
শুধু আমিই,এখনো বদলে যেতে পারিনি

সেপ্টেম্বর ১১, ২০২৩ রাত ৯টা
মিরপুর, ঢাকা

৮০৩
সন্দেহ কি!!

প্রেমিকারা চলে গেলে
অন্য কারো প্রেমিকা হবে
সেই তো প্রেমিকাই রইলো!!!

দখলদারীত্বে প্রেম থাকে না
জমি দখল আর প্রেমিকা দখল,
দুটোই নিম্ন মানের কাজ, স্থুল চাওয়া
প্রেম সব সময়ই সতেজ
দখলদারীত্বে মলিন হয়ে যায়।

সেপ্টেম্বর ১০, ২০২৩ বিকেল ৫টা
মিরপুর, ঢাকা

৮০৪
মোমবাতির রাত
তোমার সাথে গল্প করার রাত

আমি এখনো মোমবাতি জ্বালিয়ে রাখি
প্রতিদিন
গল্প করার লোভে

শত বছরের  রাতে
জ্বালানোর জন্য; মোমবাতি মজুদ আছে
প্রতিদিন একটি একটি করে পুড়ে যাছে
গলে যাচ্ছে

জীবনের আয়ুর মতোই ক্ষয়ে যাচ্ছে!!

সেপ্টেম্বর ১১, ২০২৩ ভোর ৬টা
মিরপুর, ঢাকা

৮০৫
উদভ্রান্ত এক সময়ে
কি যেন নেই
আবার, কি যেন আছে

বেহিসেবী এক ভাবনা তাড়ায়
ইতিহাসে জমা নেই কিছু
আকাঙ্ক্ষারা মৃতপ্রায়

সব কিছুই নোনতা লাগে
শিরা উপশিরায় গর্জন শুনি গরম রক্তদানার

হীমশীতল ধ্যানের মধ্যেই সময়ের উদযাপন!!

সেপ্টেম্বর ১১, ২০২৩ রাত ৯টা
মিরপুর, ঢাকা