৭৯১
আমার সব সুন্দর বিলীন হয়েছে
কিছুটা অবশিষ্ট রেখেছি
নিজের জন্য, শুধু বেচে থাকার রসদ হিসেবে

তুমি যতোটুকু চেয়েছিলে
তার চেয়ে বেশি স্থিতি ছিল
জীবনের প্রসাধনের চেয়েও বেশি

সেপ্টেম্বর ৯, ২০২৩ সকাল ১১টা
মোহাম্মদপুর, ঢাকা

৭৯২
সম্প্রতি আমার একটি পাকা চুল
ঝরে যাবার অপেক্ষায় আছে

ঝরে যাবার আগে শেষ
পরশের অপেক্ষায়, অপেক্ষিত

তুমি চাইলে, আরো কিছুদিন
তার জীবন দিতে পারো

পুরোটাই তোমার ইচ্ছে!!

সেপ্টেম্বর ৯, ২০২৩ সকাল ১১টা
মোহাম্মদপুর, ঢাকা

৭৯৩
অস্পষ্টতার দেয়াল বেয়ে গড়িয়ে পড়ে
ব্যবধানের দিন
এর ভেতর দিয়েই গড়ে ওঠে ভাঙ্গন
অনুভূতির ভেতর অসমতল স্পন্দন খেলা করে

এর ভেতর দিয়েই যন্ত্রনাকাতর
দিন অতিবাহিত হয়’
পরিত্যাক্ত জীবনে আবির্ভাব হয় রোবটের
নুতন সভ্যতায় জড়িয়ে থাকে সময়

সেপ্টেম্বর ৯, ২০২৩ রাত ১১টা
মিরপুর, ঢাকা

৭৯৪
আমার একটি বোবা বোধ
থাকলে খুব ভালো হতো;
প্রয়োজনের সময় আশ্রয় নিতে পারতাম নিঃসঙ্কোচে।
বেঁচে যেতাম, ঢের ভালো থাকতাম

আমার একটি বোবা বোধ
থাকলে
আমার প্রতিটি নিঃশ্বাস খুন হতো না;
মগজের সাথে আমার বসবাস হতো পরম আ্নন্দে।

সেপ্টেম্বর ১০, ২০২৩ সন্ধ্যে ৬টা
স্ট্রিট টি স্টিল, মিরপুর, ঢাকা

৭৯৫
আশ্চর্য লাগে!!
পৃথিবীর সমস্ত অপরাধ তৈরি হয় মধ্যভাগে
ইচ্ছে এবং অনিচ্ছে, চাওয়া এবং পাওয়া, থাকা এবং না-থাকা…
এমনকি
মানুষ নামক অপরাধীরাও জন্ম নেয় শরীরের মধ্যভাগে!!

মানুষ ছাড়া
আর কেউ কি অপরাধ করে?
আর কোন অপরাধীর জন্ম হয় পৃথিবীতে
সমস্ত অপরাধীরাই শ্রেষ্ঠত্বের তকমা পায়!!

সেপ্টেম্বর ১০, ২০২৩ সন্ধ্যে ৬টা
স্ট্রিট টি স্টিল, মিরপুর, ঢাকা

৭৯৬
তুমি আমার মন থেকে মুছে গেলে
পলাতক হতে পারতাম;
পলাতকই হতে চাই আমি
কাছে থাকার অদৃশ্য তোমার থেকে মুক্তি চাই ।

বুক পকেটের ভাঁজে ভাঁজে
তোমার ঘ্রান আটকে রাখতে পারছি না
উড়ে যায় প্রতিনিয়ত;
তোমার ঘ্রানটুকু নিয়ে গেলে; আমি বেঁচে যাতাম!!

সেপ্টেম্বর ১০, ২০২৩ রাত ৮টা
মিরপুর, ঢাকা

৭৯৭
আমাকে বসবাস করতে হয়
দীর্ঘ জীবন পাহাড়ের খাদের কিনারে
শিহরণের খামচি আমাকে আচড় কাটে না
মুর্ছনার চিমটিও না

তুমি কেন জরায়ুর নিঃসঙ্গতায় থাকবে
ঝলসানো আলোয় আলোকিত হও

আমি ভালো আছি
মগ্নতার প্রলয়ে, নিঃস্বতার স্পর্শে

সেপ্টেম্বর ১০, ২০২৩ রাত ৮টা
মিরপুর, ঢাকা

৭৯৮
আমার সুন্দর প্রসঙ্গগুলো
তোমাকে ঘিরেই
তোমার সাথেই, রাত বিরোতে;
তুমি চাও বা না-চাও, আমি প্রসঙ্গ পাল্টাই না

একটি বিশ্রী অপেক্ষা
আমাকে মধ্য রাত অবধি জাগিয়ে রাখে;
তারপর আর পারিনা
রঙিন পানীয়ের আমন্ত্রন রক্ষা করি।

সেপ্টেম্বর ৭, ২০২৩ রাত ১১টা
মিরপুর, ঢাকা

৭৯৯
মেনে নিচ্ছি তুমি, একটা উচু মানের প্রতিভা
কিন্তু প্রশ্নবোধক!!
তুমি তো জ্ঞানী নিঃসন্দেহে
কিন্তু অযৌক্তিক!!

সবাই বলে, তুমি নাকি শান্তি প্রিয় মানুষ
কিন্তু প্রভুর সেবা দাস যে!!
ভালো মন্দ বোঝার বয়স তো হয়েছে
ভালোটা আর শিখবে কবে?

সেপ্টেম্বর ৯, ২০২৩ রাত ১২টা
মিরপুর, ঢাকা

৮০০
নিঃশব্দের অন্তরে
মাঝে মাঝেই আতঙ্কের ঘ্রান আসে
কেউ একজন
ছায়া সন্ত্রাস নিয়ে হাজির থাকে, হৃদপিণ্ডের খুব কাছে

অপ্রস্তুত ভবিষ্যৎ
নির্জীব হয়ে আমার দিকে তাকিয়ে দেখে
মুহুর্তের নীরবতা গোপন করি
বেঁচে থাকার অর্থ নেই বলে; আত্মসমর্পন করি

সেপ্টেম্বর ১০, ২০২৩ রাত ৮টা
মিরপুর, ঢাকা