৭৮১
আবার কি নুতন করে শুরু করা যাবে!
আর কি সাজানো যাবে
যেমনটা চেয়েছিলাম;
পালানো কি যাবে,
যাপিত জীবনের দুঃসহ স্মৃতি থেকে??

হয়তো নুতন করে
আর কিছুই করা হবে না
নুতন কোন কাজ, নুতন কোন উদ্দ্যোগ
নুতন কোন ইচ্ছে, কিংবা
নুতন কোন বন্ধুত্ব
হয়তো পুরনো সবকিছুকে আকড়ে ধরেই জাবর কেটে যাবো

সময়ের সাথে জবরদস্তি চলে না
চলে না, কোন হুকুম
সময়কে সমীহ করে চলতে হয়
অথচ, বড্ড ভুল হয়ে গেল!!

সেপ্টেম্বর ৩, ২০২৩ দুপুর ৩টা
মিরপুর, ঢাকা

৭৮২
জীবন আমাকে দিয়ে বার্তা লিখিয়ে নেয়
আমি বার্তা পৌঁছে দেই
প্রেমিক-প্রেমিকাদের কাছে, অ-প্রেমিকদের কাছেও

আমি বার্তা পৌঁছে দিই
নিদ্রাহীন বিবিধ রাতে
পথহারা পথিকের কাছে

আমি বার্তা পৌঁছে দিই
শোষিতের কাছে
শোষক পর্যন্ত আমি পৌঁছুতে পারি না

সেপ্টেম্বর ৪, ২০২৩ ভোর ৬টা
মিরপুর, ঢাকা

৭৮৩
একটু রাস্তা অতিক্রম করলেই
তোমার দেখা মিলবে
নিশ্চিত জানি;
কাছেও থাকা হবে কিছুক্ষন
চা কিংবা কফির আড্ডায় মেতে থাকা হবে
তোমার শুভাকাঙ্খীদের ভীড়ে;

অথচ, তোমার ঘ্রাণ পাওয়া হবে না
আর যাওয়া হয় না, তুমি অবধি

সেপ্টেম্বর ৪, ২০২৩ ভোর ৬টা
মিরপুর, ঢাকা

৭৮৪
আনন্দ, উচ্ছাস,সুখ…
আদতে কোন উপকার করে না
হারিয়ে ফেলার ভয় তৈরি করে
শেষ হবার আশঙ্কা থেকেই যায়

অথচ, কান্না
ভেতরের জমাট ব্যাথাগুলো
চাপ চাপ কষ্টগুলো
ধুয়ে মুছে দেয়
নুতনের বার্তা বহন করে বেঁচে থাকার অনুপ্রেরণা দেয়

সেপ্টেম্বর ৪, ২০২৩ ভোর ৬টা
মিরপুর, ঢাকা

৭৮৫
এক জীবনে
কষ্ট এবং আনন্দ, দুটোরই বীজ বপন হয়
কোনটা গাছ হয়ে টিকে থাকে
কোনটার মৃত্যু হয়

বাতাসের চড়কা ঘুরে যায় অবিরাম
সুতোদের গিট আলগা করে;

রহস্যে ভরা রাতের প্রশান্তি
স্বর্গ থেকে অনেক দূরে
ভেতরের অশান্তি গুলোও
নরক থেকে সহস্র কিলোমিটার দূরে অবস্থান করে

সেপ্টেম্বর ৪, ২০২৩ ভোর ৬টা
মিরপুর, ঢাকা