৭৭৬
অন্ধকারের অস্তিত্ত্ব আছে?
নাহ নেই
অন্ধকার হলো "আলোর অনুপস্থিতি"
তবে যে সবাই
ঈশ্বর/আল্লাহ/গড/খোদা/ভগবান এর অস্তিত্ত্ব খোজে???
ভেতরে আলো নেই বলেই, অন্ধকারের অস্তিত্ত্ব
ভালোটা নেই বলেই
মন্দের উপস্থিতি
বিশ্বাস নেই বলেই, অবিশ্বাসের অস্তিত্ত্ব
আগষ্ট ২৭, ২০২৩ রাত ৮টা
মিরপুর, ঢাকা
৭৭৭
আগুনে পুড়ে মরা এবং
মরার পর আগুনে পোড়া
পার্থক্য তো আকাশ পাতাল
কাছে থাকা, কাছে পাওয়া
একই পার্থক্য
পার্থক্য গুলোই আমাদের
যাপিত জীবনের অংশ
পার্থ্যক্য গুলোই মেনে নেয়া
এক জীবনে আর নুতন কি পাওয়া??
আগষ্ট ৩০, ২০২৩ বিকেল ৪টা
রামু, কক্সবাজার
৭৭৮
আমি সেদিন তাকিয়েছিলাম
তোমার দিকেই;
তোমাকেই দেখছিলাম
নিজেকে শাষনে রেখে ফিরে এলাম
তুমি দেখেও
না দেখার ভান করেছিলে;
তাচ্ছিল্যের ভারে ভারাক্রান্ত ছিল মন
বুঝিনি তোমার ওজন
আবারো ফিরতে চায় মন
এখন, যেমন ছিল তখন;
আগষ্ট ৩০, ২০২৩ ভোর ১টা
ঢাকা টু কক্স যাত্রাপথে
৭৭৯
স্পষ্ট উচ্চারন
স্বচ্ছ দৃশ্যপট
ভনিতাহীন সম্পর্ক
মেধাবি ভাবনার প্রতিফলন
আমাকে ভীষন আকৃষ্ট করে
মোহময় করে তোলে
আমি খুজে ফিরি
এখানে ওখানে
এর মাঝে, ওর মাঝে, তার মাঝে
হতাশ হয়ে ফিরে আসি, বার বার
টানাপোড়ন চলে
চলতেই থাকে,
গতকাল থেকে আজ অবধি
ক্লান্তিহীন খুজে ফেরা
সমাপ্তি হলো তবে
আর খোজা হবে না, এই ভুবনে
আগষ্ট ৩০, ২০২৩ ভোর ১টা
ঢাকা টু কক্স যাত্রাপথে
৭৮০
জীবন অপূর্ণতার
মধ্য দিয়েই যাপন করে;
যদিও পূর্ণতার ইচ্ছে নিয়ে
প্রতিনিয়ত সংগ্রামে মরে
সেপ্টেম্বর ৩, ২০২৩, সকাল ১০টা
মিরপুর, ঢাকা