প্রতিদিন কত শত
নারী পুরুষের বিয়ে হয়
মানুষের সাথে কি মানুষের বিয়ে?

ক্যারিয়ারের সাথে রূপের, নাকি
বিত্তের সাথে ইগোর?

পরিবারের সাথে রীতির, নাকি
রাজনৈতিক অভিলাসের সাথে আভিজাত্যের?

কত শত বিবাহ বিচ্ছেদ নথিভুক্ত
হয় প্রতিদিন?
ব্যক্তিত্ত্বের সাথে ব্যক্তিত্ত্বের দ্বন্দ, নাকি
বিত্তের সাথে দারিদ্যতার সংঘাত?

ক্রোধের সাথে অহমিকার ক্লেশ, নাক
জেদের সাথে আত্মসম্মানের আক্রোশ?

মানুষ জানে, পেছনের কারন
অথচ নিয়ন্ত্রিনহীন
মানুষের ক্ষমতা আর কতটুকু!!!
মানুষ আর কতোটা বিচক্ষন হতে পারে!?!?

আগষ্ট ৩১, ২০২৩ রাত ৮টা
কক্সবাজার