আমি তখনো দাঁড়িয়ে ছিলাম
অপেক্ষাতেই ছিলাম
তুমি হুল্লোর করে অন্যের সাথে চলে গেলে
এখন আর অপেক্ষা করি না
আমি তখনো ভাবিনি
তুমি সত্যিই চলে যাবে
হারিয়ে যাবে, চিরদিনের জন্য
আমি কিন্তু, অপেক্ষাতেই ছিলাম
এখন আর অপেক্ষা করি না
আমি অনুমানে ছিলাম
তুমি ভুল শোধরে নিবে
আবার, ফিরে আসবে, সহসাই
আমি তখনো অপেক্ষাতে ছিলাম
এখন আর অপেক্ষা করি না
অপেক্ষা করতে করতে
অপেক্ষাগুলো বড্ড ক্লান্ত হয়েছে
অপেক্ষারা ক্লান্ত হয় তাহলে??
আগষ্ট ২৩, ২০২৩ রাত ১২টা
মিরপুর, ঢাকা