৭৭৩
আমরা একে অন্যের জন্য বোঝা
অথচ, পথটা সব সময়ই সোজা

বাইরে থেকে দরকার থাকে না
কোন ওঝা
কঠিন করে ভাবি, মূলত বিষয়টা সোজা

আগষ্ট ২০, ২০২৩ রাত ১২টা
মিরপুর, ঢাকা

৭৭৪
ভালোবাসা তখনই সুন্দর হয়
দুটো "যদি", যখন "সঠিক", রয়

যদি সঠিক মানুষ সাথে থাকে
যদি সঠিক সময়ে তা ঘটে

আগষ্ট ২০, ২০২৩  সন্ধ্যে ৭টা
স্ট্রিট টি স্টল, মিরপুর

৭৭৫
আমার বাধনটা একবার
খুলে দেবে??

যতদূর দৃষ্টি যায়
একবার চেয়ে দেখতে চাই

দৃষ্টিসীমার বহুদূর পেরিয়ে
অনেকটা পথ আরো একবার হাটতে চাই

মাঝে মাঝেই নিশ্চুপ দৃষ্টি পেতে রাখি
তোমায় পাই না দেখিতে

তবে কি নিশ্চল থাকবো
দৃষ্টির অগোচরে
চিন্তার মাঝপথে??

আগস্ট ২১, ২০২৩, রাত ৮টা
মিরপুর, ঢাকা