প্রথম যে মেয়েটির কাব্য প্রতিভায়
আমি মুগ্ধ হয়েছিলাম
প্রথম যেদিন তার সাথে আমার দেখা হয়েছিলো
আমি আমাকে হারিয়েছিলাম
আমি তাকে আজও স্মরণ করি প্রতিদিন, প্রতিনিয়ত
এখনো সে “অধরা মাধুরী”
অথচ, ভুল করেও আমি থাকি না তার ভাবনা জগতে
আমি নেই তার ছায়াতে
প্রথম যে মেয়েটির জীবন দর্শন, জীবন চর্চায়
আমি বিস্মিত হয়েছিলাম
প্রথম যেদিন তার সাথে গল্পে মেতেছিলাম
আমি আমার জীবন রিভিউতে মগ্ন হয়েছিলাম
আমি এখনো তাকে খুঁজে ফিরি, কল্পনায়
সে থাকে পরজগত ভাবনায়
মাঝে মাঝেই তাকে পাই ভার্চুয়ালি
ছান্দিক সম্পর্ক আর নেই, পুরোটাই খায়খেয়ালি
প্রথম যে মেয়েটির চোখের দিকে তাকিয়ে
আমি পথ ভুল করেছিলাম
প্রথম যে মেয়েটির হাসিতে
আমি নিজেকে হারিয়েছিলাম
আমি এখন তার সাথেই আছি
তার সাথেই আমার বসবাস, একই ছাদের নীচে
কিন্তু, সে আমার সাথে থাকে না
সে থাকে অন্য ভুবনে
কোন নারীতে আর আসক্তি নেই
নেই কোন বিস্ময়
অজানা ভয়
আগস্ট ১০, ২০২৩ সকাল ১০টা
মিরপুর, ঢাকা