অনেক তো দেখলাম
কিছুটা বুঝলাম
বাকিটা নাই বা জানলাম;
কিছুটা তো থাক কল্পনায়
দিন যাপনের সাথে আল্পনায়
পুরোটা বুঝে গেলেই, সর্বনাশ
কল্পিত সুখের বিনাশ
আমি তবে একটু দূরেই থাকি
স্বপ্নের গহীনেই লুকিয়ে রাখি
লোকারণ্যের ভীড় থেকে একটু দূরে
রইলে তুমি আদুরে
আগষ্ট ৯, ২০২৩ রাত ৯টা
অপেক্ষমান সময়, মিরপুর