৭৬৫
ব্যার্থ হয়েছে অনেক আয়োজন
হয়তো ছিল না প্রয়োজন
কিছু ভুল সংযোজন
মাঝে মাঝে ভালো হয় বিয়োজন
জুলাই ৩১, ২০২৩ রাত ১২টা
সার্কিট হাউস, চুয়াডাংগা
৭৬৬
আরো একটি দিন আসুক তবে;
ইদানিং
অপেক্ষারা অপেক্ষাতেই থাকে
আমি থাকি ক্ষয়িষ্ণু হৃদয়ে
অত:পর একদিন ফিরে যাবে
তার নির্দিষ্ট গন্তব্যে
আমি তখনো অপেক্ষাতেই থাকবো
জুলাই ৩১, ২০২৩ রাত ১২টা
সার্কিট হাউস, চুয়াডাংগা