৭৫৬
শব্দের পাশেই শব্দ বসে থাকে
অপেক্ষায়
অথচ উত্তাপ নেই; কোন অর্থ নেই;
সম্পর্কহীন শব্দের মেলা দুর্বোধ্য

মানুষ তবুও পাশাপাশি
দুর্বোধ্যের নি:শব্দতায় পুলকিত
অর্থহীন সময়ের অপচয়
ভালোবাসার নামে অত্যাচার

প্রকৃতির নকশার কাছে মানুষ
বডড অসহায়

জুলাই ২৮, ২০২৩ সকাল ৭টা
মিরপুর, ঢাকা

৭৫৭
কয়েকটি দিন মাত্র নির্দিষ্ট
বেশির ভাগ দিনই "বিবিধ"

প্রতিটি দিনই বার্তা দেয়
মাঝে মাঝে, কিছুই দেয় না

মানুষের জীবন এমনই
অথচ, ধ্যানে কিংবা সাক্ষাতে
একে যায় নিবিড় চিত্রকল্প

অহেতুক, অযথাই

জুলাই ২৭, ২০২৩ রাত ১০টা
মিরপুর, ঢাকা

৭৫৮
ইচ্ছেগুলোর বয়স হয়েছে অনেক
তবুও, মনের অলিতে গলিতে হাটে
মাঝরাতে, একা হতে হতে

ইচ্ছেগুলো ভারে ভারাক্রান্ত হয়েছে
তবুও সজীব আছে
নিজেকে রাখা আছে, নিজেরই কাছে

জুলাই ২৭, ২০২৩ রাত ১০টা
মিরপুর, ঢাকা

৭৫৯
অবেশেষে আমি
মেনে নিতে শিখে গেছি
মনে নিতে ইচ্ছেটা কবর দিয়েছি

আর কোন ভয় নেই; দুশ্চিন্তাও নেই

এবার, বেচে থাকার, টিকে থাকার
রাস্তাটাও পেয়ে যাবো নিশ্চিত

জুলাই ২৯, ২০২৩ দুপুর ২টা
গুলশান, ঢাকা