দূরে দাঁড়িয়ে আগুনের তাপ অনুভব
এবং, আগুনে পুড়ে তার দগ্ধ তাপ অনূভব
দুটো, কোনভাবেই এক নয়
হতে পারে না
বয়ে বেড়ানো যন্ত্রনা থেকে মুক্তির জন্য আত্নহনন,
অনুভব করতে হলে কি আত্মহত্যা করতে হবে?
দুটো ব্যাখাই সত্য;
আমি দুটো অবস্থানের মাঝে দাঁড়িয়ে
দুটোই আমার জন্য সত্য
এবং, একই সাথে মিথ্যে
সত্য এবং মিথ্যে খুব জটিল;
এক জীবনে, তার সমাধান নাও
মিলতে পারে!
জুলাই ১৫, ২০২৩ সকাল ৭টা
সারা রিসোর্ট, গাজীপুর