৭৩১
জীবনের আদ্যপান্ত গড়গড় করে
চোখের সামনে ভেসে ওঠে সব;
একটি গদ্য কবিতার জন্ম হয়
জেনে যাবে সবাই, যা ছিল
কিংবা ছিল না;
লুকানো ছিল যা এতোকাল
প্রত্যাখাত নিশ্চল স্বভাবী জীবন
আর ফেরা হবে না স্বাভাবিকতায়
একটি সাদামাটা জীবনে
জুলাই ১২, ২০২৩ রাত ১১টা
সারা রিসোর্ট, গাজীপুর
৭৩২
শেষ চিরকুট টা
এখনো পড়া হয়নি, পড়িনি ইচ্ছে করেই
মানিব্যাগে যত্নে রক্ষিত
শেষ ম্যাসেজটাও পড়িনি;
পড়তে চাইনি
ম্যাসেজ বক্স এখনো আন-সীন
শেষ বিষয়টি শেষ করতে
ইচ্ছে করেনি
অসমাপ্ত "শেষ", থাকুক গহীনে
জুলাই ১২, ২০২৩ রাত ১১টা
সারা রিসোর্ট, গাজীপুর
৭৩৩
সমগ্র জীবন ক্ষয়ে
একটি বার্তা তৈরি হয়েছে
ইচ্ছে করে, পৌছে দিই
সমস্ত প্রেমিক, প্রেম প্রত্যাশীদের কাছে
জমাট বাধা শব্দের বার্তা
হয়তো জীবন্ত হবে না
ভেসে যাবে আবেগী সময়ে
বার্তাটুকু তুলে রাখলাম
এপিটাফ এর জন্য
জুলাই ১২, ২০২৩ রাত ১১টা
সারা রিসোর্ট, গাজীপুর
৭৩৪
একদিন সে আমাকে
শক্তিশালী হবার গল্প শোনালো
মানবিক হবার, উদার হবার, দায়িত্বশীল হবার কথাও শোনালো
আমি মুগ্ধ হয়ে
দিনের পর দিন শুনেই যাচ্ছিলাম
দারুনভাবে উদ্দীপ্ত ও হলাম
অবশেষে জানলাম, পুরোটাই শোভন বাক্য
ভীষনভাবে আহত হলাম
এখন, আর কারো কথা শুনতে ইচ্ছে করে না
জুলাই ১১, ২০২৩ রাত ১২টা
সারা রিসোর্ট, গাজীপুর
৭৩৫
লক্ষ কোটি টন ভারি বাতাস ভর্তি
ফুসফুস নিয়ে ঘুমোতে যাই
অধিক বাতাসে ঝড়ের গতি ওঠে
জীবনের আহ্লাদগুলো গুড়িয়ে যায়
নানা আয়োজন শেষে
নাটকীয় পরিবর্তন
ঘুমহীন নিদ্রালু চোখে সংগ্রামী শরীর চলে
বেঁচে থাকার বাধ্যবাধকতায়
জুলাই ১১, ২০২৩ রাত ১২টা
সারা রিসোর্ট, গাজীপুর