৭২৬
আমরা অনেক কিছুই
খেয়াল করি না
চলতি পথের সাথে অনেক পথ
হারিয়েও যায়

একটি দেয়াল খসে পড়েছে
অনেক কিছু লিখার ইচ্ছে ছিল
লিখা হয়নি, পালটে গেছে সব;
অজান্তেই

জুলাই ৯, ২০২৩ বিকেল ৫টা
সারা রিসোর্ট, গাজীপুর

৭২৭
এসেছিলে জানান দিয়ে
আগ্রহ নিয়ে
ফিরে গেলে নীরবে, প্রয়োজন শেষে

আমি হতাশ হলাম না
বাস্তবতা মেনে নিলাম

জুলাই ১০, ২০২৩ রাত ৯টা
সারা রিসোর্ট, গাজীপুর

৭২৮
তোমার মুখ দর্শনে
পূর্ণ হয়েছিল কবিতার পাতা
চলে যাবার পর এখন
ভরে যায় ডায়েরীর পাতা কিংবা অবহেলিত খাতা

এসেছিলে ফিরে যাবার
ইচ্ছেকে আড়ালে রেখে;
একটি আবহ তৈরি হলো
নানা বাহানায়;দূরত্ব রেখা এঁকে

জুলাই ১০, ২০২৩ রাত ১২টা
সারা রিসোর্ট, গাজীপুর

৭২৯
নিরীহ জীবনে, ভাষাহীন প্রলাপে
কিছুটা আলাপে
অল্প স্বল্প প্রেমের উত্তাপে
জীবনের কোন সময় ওঠে কেপে

অতো বেশি প্রয়োজন কি অন্যের সাথে প্রেমের
সময় বেশি কাটুক
নিজের সাথে নিজ প্রেমের

জুলাই ১০, ২০২৩ সকাল ৮টা
সারা রিসোর্ট, গাজীপুর

৭৩০
অবহেলা ভুলে যাবার মধ্যে
কোন গৌরব নেই;
ভুলে গিয়ে উদার থাকার মানে নেই

অবহেলা থাকুক নিজ পায়ে দাঁড়িয়ে
নুতন পথ আসবে বেরিয়ে
চলো আবার যাই, ভিন্নতায় এগিয়ে

জুলাই ১০, ২০২৩ সকাল ৭টা
সারা রিসোর্ট, গাজীপুর