৭২১
সকালের রোদে ঝলসে যাবার দিন
গত হয়েছে, অনেক আগেই

অভিজ্ঞতার ভারে
বৃক্ষের পাতা নুইয়ে পড়েছে

দেহ তত্ত্বের মার্কেটেও
পণ্যের প্রসার নেই

অথচ, চাহিদা যোগানের হিসেব মেলেনি

জুলাই ৮, ২০২৩ রাত ১২টা
সারা রিসোর্ট, গাজীপুর

৭২২
বিনীত সুর ছিল
অথচ, আগ্রহভরে কারো মন ছুয়ে দেয়নি
স্পর্শও করেনি

দৃষ্টির আগোচরে, চিন্তার মাঝপথে
এক চিলতে রোদ
ঠায় দাড়িয়েছিল, অনেকদিন

রোদেরও ক্লান্তি থাকে

অবশেষে ছায়ার আশ্রয়ে রোদের
মুখ লুকানো থাকে

জুলাই ৮, ২০২৩ রাত ১২টা
সারা রিসোর্ট, গাজীপুর

৭২৩
বৃত্তের মাঝেই বসবাস
অথচ পাহারায় প্রতিটি সত্ত্বা

অনেকবার বৃত্তের বাইরে যেতে চেয়েছি
অবরুদ্ধ হয়েছি

প্রশ্নটা অক্ষমতার নয়
সক্ষমতারও নয়
একটি জমাটবাধা আলিঙ্গন ছাড়া আর কি হতে পারে!?!?

জুলাই ৯, ২০২৩ সকাল ৭টা
সারা রিসোর্ট, গাজীপুর

৭২৪
কতোটা পথ পাড়ি দিতে পারে
একজন পথিক?

ধ্যান এবং জ্ঞানে
একটি নিবিড় চিত্রকল্প থাকে হয়তো
অথচ লুকানো থাকে স্পষ্ট মোড়ানো বার্তা

আমি, এভাবেই জীবন ডায়েরী লিখি
প্রতিদিন
জীবনেরই ভার বহন করতে করতে

জুলাই ৯, ২০২৩ সকাল ৭টা
সারা রিসোর্ট, গাজীপুর

৭২৫
সময়ের পরিক্রমায়
মানুষ জায়গা ছেড়ে দেয়
প্রিয় বিষয়কেও বিসর্জন দেয়

শুধু স্মৃতি বয়ে বেড়ায় অনন্তকাল
স্মৃতি ফেলে আসতে পারে না

মানুষের কোন অক্ষমতা নেই
ব্যর্থতাও নেই
থাকে কেবল, সময়ের কাছে আত্মসমর্পন

জুলাই ৯, ২০২৩ সকাল ৭টা
সারা রিসোর্ট, গাজীপুর