৭১৬
আবেগের প্রস্রব বেদনা
খুবই ভয়ংকর
চিন্তারা হোলি খেলায় মত্ত
ফেরারী হয়ে যায় দিনের কসম

আধুনিক শিল্প সমাজে
মিথ্যের বেসাতি চলে ছলাকলায়
জীবন্ত লাশ হেটে বাড়ায় শহরজুড়ে
আমিও একজন, এখানেই আছি

জুলাই ১, ২০২৩ সকাল ৭টা
মিরপুর, ঢাকা

৭১৭
মুক্তি চায় সম্ভাব্য ভবিষ্যত
অথচ ঝুলিতে জমে আছে
ঋনাত্মক সংখ্যা
ফেরারী থাকে বর্তমান

পরজীবি সভ্যতা
আমায় গিলে খায় প্রতিদিন
বিচূর্ণ হয়ে যায় কল্পনার আয়না
তবুও খুজি কিছু একটা

জুলাই ১, ২০২৩ সকাল ৭টা
মিরপুর, ঢাকা

৭১৮
চোখ ফেরানো যায় না
কি এক মোহময়তা, শাড়ি পড়লে!!

যতো দাম দিয়েই কেনা হউক
অন্য কোন ড্রেস
পৃথিবীর সবচেয়ে আধুনিক
তবুও, আমি তোমায় শাড়িতেই দেখতে চাই

দেখা হবে না, তাতে কি?
মনের গহীনে শাড়ি পরিহিত ছবি আছে
তাকিয়ে থেকে কাটিয়ে দেয়া যাবে
জীবনের বাকীটা সময়

জুলাই ২, ২০২৩ রাত ৮টা
স্ট্রিট টি স্টল, মিরপুর

৭১৯
ঘরে ফেরার তাড়া নেই
এক সময় ছিল;
ঘরে ফেরার তাড়াহীন মানুষেরা ভালো থাকে
ঘরহীন মানুষেরা; আরো ভালো

শুনেছি, মৃত্যুর পর জান্নাতে গেলে
সুন্দর ঘর পাওয়া যাবে;
ঘরহীনই তো ভালো !?!?

ঈশ্বর ঘরের মধ্যে কি লুকিয়ে রেখেছেন?
আসলেই কিছু কি আছে ?!?!

জুলাই ৫, ২০২৩ রাত ৮টা
স্ট্রিট টি স্টল, মিরপুর, ঢাকা

৭২০
চলে যাবার কথা ছিল
তবুও থেকে গেছি

থেকে যাওয়া মানে
সাথে থাকা নয়: প্রশান্তিও নয়

উত্তরহীন প্রশ্নের
সমাধানও নয়; তবুও কাছেই থাকা

জুলাই ৫, ২০২৩ রাত ৯টা
মিরপুর, ঢাকা