তোমার হাসি খুব সুন্দর!
কান্নাও সুন্দর এবং গভীর
কি বল? একই সাথে দুটো সুন্দর হয় কিভাবে?

একই সাথে নয়;
একটি থেমে গেলে, অন্যটি

তুমি কথা বলো, বেশ গুছিয়ে;
অগোছালো, কর্কষভাবেও পারি
তাই নাকি?
কেমন করে?

অন্যের উপর বিরক্ত হলে,
গুছিয়ে, মোলায়েমভাবে;
নিজের উপর হলে,
অগোছালোভাবে, কর্কষরূপে

আর কি?
যে কোন বিপরীতমুখী দূটোই পারি

জুলাই ৫, ২০২৩ রাত ৯টা
মিরপুর স্টেডিয়াম, ঢাকা