৭১১
অপ্রাসঙ্গিক ধূলোগুলো
গায়ে গায়ে লেপ্টে থাকে
বুঝিনি এতোটা রহস্যের বৃষ্টিতে
জীবন ভিজে যাবে
ইচ্ছে ছিল নির্মান করেই
উন্মোচিত হবে রহস্যের কিনারা
অথচ ভাবনারা স্থিতি হবার আগেই
পালিয়ে যায় সময়
জুন ৩০, ২০২৩ রাত ৯টা
মিরপুর, ঢাকা
৭১২
আরো একটি সকাল শেষ হলো
স্তিমিত আলোয়
অপেক্ষাটা ছিল উজ্জ্বলতার
হালখাতার পৃষ্ঠা উলটে দেখি
অভিজ্ঞতার ভারে ন্যুজ্জ
অথচ, ভারহীন, বাতাসে পতপত ওড়ে
জুলাই ২, ২০২৩ সকাল ৮টা
মিরপুর, ঢাকা
৭১৩
চারদিকে পুজিবাদের কালো থাবা
অথচ
নাটকের মহড়ায় চলে "মানবতা"
দুপুরের তপ্ত রোদে ঝলসে যাবার
দিন ফুরোয় না, তবুও
ফিরে যাবার ডাক আসে না
বিশ্বাসের দীর্ঘশ্বাসে শূন্যতা
মিলিয়ে যায় না; যদিও
কিছু তো থাকে অজানা
জুলাই ২, ২০২৩ সকাল ৮টা
মিরপুর, ঢাকা
৭১৪
চিন্তারা এলোমেলো হয়
বারবার ফিরে আসে
আমারই ভেতর; নিশ্চুপ থাকে
পরাবাস্তব জীবনবোধের চরকায়
মিহিন একটা সুর ভাসে
ইদানিং প্যারাসাইকলজি
বই পড়তে ভীষন ভালো লাগে
জুলাই ২, ২০২৩ সকাল ৮টা
মিরপুর, ঢাকা
৭১৫
বুঝিনি বলেই
বার বার ফিরে গেছি
সময়ের ক্যানভাসে ক্ষত রেখেই
বোধদয় হলো
প্রত্যাশার চাদরে মোড়ানো
ঘুম ভাঙলো
জুলাই ১, ২০২৩ সকাল ৭টা
মিরপুর, ঢাকা