জীবনের এতো আয়োজন
এখন মনে হয়, অযথাই;
ছিল না প্রয়োজন।
যোগ বিয়োগের অহেতুক গুনন।
সময়ের কিছু প্রশ্ন যখন
আমি ছাড়া, আর কে আছে তখন?
কতোবার চেষ্টা হলো সাধন
একে একে খুলে যায় সব বাধন।
সম্পর্কের নানা জালে আটকে থাকা
দিন শেষে শূন্যের সাথেই ফেরা;
প্রয়োজন ঘিরেই কাছে থাকা
অনুভূতির বহি:প্রকাশ, আদতে ফাকা।
বেলা শেষে ফিরে যায় মানুষ
স্মৃতিতে নিয়ে রঙিন ফানুস;
নিজের সাথেই কথোপকথন
আগামীকাল এবং এখন
জানুয়ারী ২০, ২০২৪ ভোর ৭টা
মিরপুর, ঢাকা