৭০৬
দীর্ঘ এই পথ; অথচ
চাইলেই সংক্ষিপ্ত করা যেতো
পাড়ি দেয়ার বাহনতো ছিল
ফুয়েলের তীব্র সংকট

সংকট মানুষের তৈরি না হয়ে
প্রাকৃতিক হলে ভালো হতো;
ঈশ্বরের প্রতি বিতৃষ্ণা দেখিয়ে
নিশ্চিন্তে ঘুমোতে পারতাম!

জুন ৩০, ২০২৩ রাত ১১টা
মিরপুর, ঢাকা

৭০৭
বুঝিনি বলেই অপ্রস্তুত আত্মত্যাগ
সুতো কেটে নির্মান করতে হচ্ছে
সময়ের ক্যানভাস
আত্মনিমগ্ন ধূসর পথ

বহুদিন আনমনে পাঠ হয়নি
বিকল্প সময় উদযাপন;
মাইন বিস্ফোরনের ধ্বংসস্তুপেই
হয় নুতন পথচলা

জুন ২৮, ২০২৩ রাত ৮টা
স্ট্রিট টি স্টল, মিরপুর

৭০৮
চীনাবাদামের আরেক নাম নাকি
"প্রেম ফল",
চীনা বাদাম ছাড়া প্রেম জমে না।

আমি মাঝে মাঝেই
একা একা ঘুরি, বাদাম খাই, অথচ
প্রেম থাকে না।

জুন ২৭, ২০২৩ রাত ৮টা
স্ট্রিট টি স্টল, মিরপুর

৭০৯
এলোমেলো পথচলা
হাত বাড়িয়ে দেয় প্রতিটি ভোর

আন্দোলিত হতে গিয়েও
থেমে যাই
ছেড়া পাতার আল্পনা দেখে

নীরবতা ভর করে

জুন ৩০, ২০২৩ সকাল ৭টা
মিরপুর, ঢাকা

৭১০
ক্যানভাস বড় হলেই
সুন্দর ছবি,
স্বার্থক ছবি আকা যায় না।

ক্ষুদ্র ক্যানভাসেও
বিশালতা ধারন করানো যায়

পৃথিবীতে অসংখ্য
বড় বড় ক্যানভাস; অযথাই
নিস্প্রান, স্বার্থক ছবিবিহীন!!!

জুন ৩০, ২০২৩ সকাল ৭টা
মিরপুর, ঢাকা