মিছে রাজা, মিছে রাজ্য, মিছে মাধুকরী    
এনেছিল মিছে ডালায় - মিছেমন মাধুরী ।
তাই  সব ভাষা হারি, পথে পথে ফিরি
ভন্ড রাজার পোশাক পড়ি,
ভিখ চেয়ে রাজা হয় নারি ।

একাকী বনের পথে হেরি -  
ছুটে আসা শরবিদ্ধ হরিণী,
নুয়ে পড়া নরম বুকে ভারী,
ধুলায় রক্তে মিশে  লুটিয়ে পড়ে ,
কী আশায় শিকারের পানে অমন মায়া-চাহনী ?
নিথর নির্বাক ব্যাধ দেয় না সঞ্জীবনী
তার কাতর ক্ষতে , শুধু রক্তের গন্ধ পায়,
মৃগের পিছে আজও ক্ষুধার্ত শ্বাপদ
তাড়া করে তায় ।

একলা ক্লান্ত পথে, কোথাও কেউ নেই সাথে,
পথ চলে একা, পিছে ঘর বাড়ি,  আহে ভরে পথচারী,
যেমন কিনারার ইশারায়, নদী না স্রোত হারায়,
সাগরের মোহনায় দিতে হয় পাড়ি,
যদি পারো - মাফ করো হে গৃহ-সংসারী,
তোমার ওই  দ্বারে, আসিব না ফিরে,
পাবে না শব্দ , কে নিস্তব্ধ,অনাগত কড়া নাড়ে ?
এবার বিদায় দিও  - কোনো অজুহাতে আর নয় দেরি,
ইতি : অধম অযাচিত ভিখারি ।