মন
এক হাওয়া উড়ে চলে গেলো ফুলের গন্ধে ভরা , আর এলো না ,
ডাল ভরা ছিল পাখিদের গানে গানে ,
শুকনো ডালে পাখিরা ফিরে এলো না ,
নদীর জলে কত স্রোত ছিল,
শুকিয়ে গেলো
নাও নিয়ে মাঝি ফিরে এলো না
দূরের মরুভূমি ধুধু করে বালি,
বালি দিয়ে ঘর করি ,
ভাঙি আর গড়ি ,
হাজার ভরি মন তবু কেন খালি !
কখনো থমকে থাকা এ সময়
কারো অপেক্ষায় , আজ
সময়ের সাথে সময় ব্যস্ত ,
এই যদি হবে তবে
হোক না বেশ তো ,
সব বোঝে সময়, মৌনময়, চুপ করে থাকি ,
শুধু আশা রাখে,
ডালে ফিরিবে পাখি ,
নতুন জোয়ারে, মাঝি ফিরিবে ঘরে ,
মন বাঁধার হাওয়া ছুটবে ফুলের গন্ধে ভরে !!!
29-09-24 রাত 9-34