হৃদয় স্পন্দন বন্ধ হয় নি,
হয় নি স্তব্ধ তোমার কায়ায় আমার রক্ত ধারা,
এক আত্মা খুঁজে বেড়ায় আরএক আত্ম হারা,
মনে পড়ে যায় - কত ছোট ছোট কথায়,
তোমার এমনি হেসে ওঠা,
কত নিঃশব্দ কথায় চমকে চোখের পাতা,
কত ছোট ছোট ঢেউএর আঘাতে নদীর পাড় ভেঙে যাওয়া ,
কত দীর্ঘশ্বাসে কেঁপে ওঠা তনু বুকের ছায়া,
কতবার ঘন মেঘের চুলে তোমার এমনি আঙ্গুল বুলিয়ে যাওয়া,
কত অশান্ত হাওয়ায় তোমার মনের আঁচল এমনি লুটিয়ে যাওয়া,
কত অসময়ে চোখের পাতা বৃষ্টিতে ভিজে যাওয়া,
এতো পাওয়ার পরেও কখনো হয়নি শেষ
এমন করে পাওয়া l
রাতের আকাশে এখনো নেভেনি নীল ধ্রুব তারা,
নদী বহে, মোহনার মোহে,
বসন্তের ফুল ফোঁটে,
মৌমাছির ঠোঁটে
আজন্ম পিয়াসা ভরা,
গ্রীষ্মের তাপের পরে আজও ঘাস ভেজা শ্রাবণের ধারা,
প্রেম আজও মনে প্রাণে রক্তে, হৃদয় স্পন্দনে,
প্রেম অমর, শুরু হয় শুধু,
হয়না কখনো সারা !!