আমি এক যুদ্ধপিপাসু
অত্যাচারে মন ভরে
কিছুটা নিপীড়নে সুখ পাই
লেলিহান ক্রোধ কিছুতেই পারি না
কোনোমতে বিসর্জন দিতে
আমি ঘোরতর অন্যায়ে যাই জড়িয়ে
মনে কোনো দ্বিধা নেই
কাঙালের মতো সুখ খুঁজে খুঁজে
বৃথা কালক্ষয়ে কাটাই না দিন
তাই ঘনিয়েছে সময় ছিনিয়ে নেবার
যা কিছু তোমার কুক্ষিগত রাখা
নিয়তির আবরণে রেখে ঢেকে রাখা
এ আমার অসহ্য লাগে
আমাকে দিও না তুলে সবকিছু
ভালোবেসে স্নেহ আর মমতার রসে
ধ্বংসের বিভীষিকাই আমাকে মানায়…
আমি ৭