এবার ফিরে চলো সেই গ্রামে
যুদ্ধভাঙার দিন এসে গেছে
চারিদিকে শুধু রক্তাক্ত ভীড়
কিছুদিন আগে ছিল সব হাসিখুশি
এখন তারা সবাই ঐতিহাসিক

এখন নতুন বলে কিছুই নেই
অনেক শক্তপোক্ত অমলিন স্মৃতি
অনেক মিলিত হাসির উৎসব
সব কেউ সহসাই কেড়ে নিয়ে গেছে
কিছু ফেলা আর কিছু লন্ডভন্ড করে

বহুদিন শোকের বার্তা থাকে বুকে
অসহায় কান্না গুলো দলাপাকা থাকে
দুঃস্বপ্নে থাকে শুধু কালো পিশাচেরা
চিরস্থায়ী এই বেদনার ক্ষত
বয়ে নিয়ে যেতে হবে অনন্তকাল

এই ব্যথা এই অশ্রু এই শোক অনন্তকাল…


আমি ৪