সে উপভোগ ভুলেছিল সারাটা সময়
তার নরম কাঁধে বেঁধেছিল দায়িত্বের বাসা
কঠিনের মতো তাই চলন বলন
রুক্ষ কিছু ছিল তার জীবন ও মনন
আচম্বিতে কেটে যায় প্রহর অগণন
সে পলাশ দেখেনি কোনো ফাল্গুনে
কিছু পলাশ তোলা থাক অনির্দিষ্ট মতো
তার পকেটে কোনো রামধনু নেই
কিছু বৃষ্টি তোলা থাক বৈকালিক রোদে
তার প্রাপ্য সবকিছু জমা রাখা চাই
কিছু দায়ভার নাও যে যেমন পারো
এখন তাকে দাও কাঁধের আরাম
বলিরেখা আঁকা মনে ভালোবাসা ঢালো
কিছু রুক্ষ কঠিনতা আবছায়া হবে
যা কিছু প্রাপ্য তার যথাসাধ্য দিও
তার জীবন ও মননে ঢালো অমৃতের সুধা…
সে ৭