যুদ্ধের মাঠে আমাকে পাবেই
শিরস্ত্রাণ বেঁধে নিয়ে আমি তৈরি
মুছে গেছে সব পিছুটান গুলি
এখন নির্বিকার হওয়া মানায় আমাকে
ব্যুহমুখে আমিও ছাড়বো হুংকার

পারতপক্ষে কোনো বিলাসিতা নেই
উপড়ে নেবার খেলায় এখন মেতেছি
রক্তে শুধু ধ্বংসের অনুরণন
দ্রোহভঙ্গিমায় নাচে আমার শরীর
তবুও মনে হয় যেন অনেকটা দূরে আছি

শেষ মুষ্টি তুলে রাখি আত্মহননের
জানি এ মৃত শরীর বয়ে বেড়িয়েছি
এখনো চোখের কোনে আত্মশোক আসে
বেমানান কিছু শ্লোকে ভুলিয়ে রাখি নিজেকে

হে আমার অশোধিত ঋণ ক্ষমা করো…


আমি ৩