সে অমরত্ব আজও আশা করে
তার চোখের দীপ্তি হারিয়ে যায়
ভুল স্বর্গ গড়ে ওঠে চারিদিকে
ক্রমশ বদলে যায় স্বাধীনতা মানে
তবু তার আশা থাকে দীর্ঘ আয়ুরেখা
কেলাসিত হতে থাকে দীর্ঘ অভিজ্ঞতা
হলুদ হতে থাকে ডায়েরির পাতা
সমভিব্যাহারের ক্ষীণ আশা থাকে
আঁকড়ে থাকার কিছু অবশিষ্ট হীন
নহুষের মতো তবু অজগরে বাঁচে
আছে কিছু মানিয়ে নেবার মতো স্বাদ
নক্ষত্র পুষে রাখা নাড়ী ও বিশ্বাস
এতটুকু ভালোবাসা পিপাসা মেটায়
চাওয়া পাওয়া ঘুচে যায় ইহজন্ম হতে
বাকী নিয়মিত শ্বাস নেওয়ার অভ্যাস
তাই তার অমরত্ব স্বপ্নবিলাস…
সে ৫