সে অবহেলা তিল তিল করে সঞ্চয় করে
অবিচল চেয়ে চেয়ে দেখে চারিদিক
অবলম্বনের স্বাদ ক্রমাগত তিক্ত হতে থাকে
মূল্যায়ণ হতে থাকে নিয়ত নিয়ত
পিছিয়ে পড়ার খেলা প্রতিযোগী যেন
চেনা পাখী ঝুলে থাকে উঠোনের কাছে
বুলি চেনা তবু কেন কানে বাধো ঠেকে
চেনা বৃত্তের শুধু পরিধিতে মাতে
বারবার মনে হয় কেন নেই ঠিক
অজান্তে কিছু কিছু সঞ্চয় বাড়ে
সে হারানো মুকুট খোঁজে অন্তরীত ভাবে
সে চেনা স্পর্শগুলো তলে তলে ভাবে
সে আহত উল্কার মতো দ্রুত বেগে ভাবে
সে অজান্তে গুমরানো কান্না এঁকে থাকে
তাই তার ইতস্তত সঞ্চয় বাড়ে
সে এক পিছিয়ে পড়ার প্রতিযোগী যেন…
সে ৩