সে এখনো উত্তাপ খুঁজে বেড়ায়  
অনেক ভীড়ে হারিয়েছে অনেক উত্তাপ
অনেক আবেগভরা রাত ফিরে ফিরে আসে
এখনো চিলেকোঠা স্মৃতিগুলো তাড়া করে
আর আঁতিপাঁতি করে খালি তাপ খুঁজে যায়

বিরহ যখনি কোনো আড়ালের পাশে
দুচোখের কোন তার চিকচিক করে
সমূহ আবেগটুকু তিল তিল জমা হয়
সময়ের ঢের ঢের আগে আগে আগে
তাই অসহায় হয়ে তার উত্তাপ খোঁজা

সে একদিন উঠোনে এসে দাঁড়ায়
ঠিক যেমন করে চলে যেতে পেরেছিল
হয়তো তেমন করে নয় তবু এসে দাঁড়ায়
অনেকের খোঁজ নেয় অকারণে
উত্তাপের কোনো এক সমীকরণে

এইভাবে এখনো সে উত্তাপ খোঁজে…


সে ২