সে অনেক ভুলের পড়ে থমকে দাঁড়ায়
সারাটা জীবনের উপার্জনে ভুলের সঞ্চয়
ফিরে তাকালেই বুক ব্যথা করে আসে
এবারো যাচাই করে কতখানি ঠিক
তবু সেই বুকব্যথা কমে আসে কই
ভাঙনের দিন যত এগিয়ে এসেছে
তার ক্ষীণ আঙুলের আয়না নড়ে ওঠে
সুদূর অপরাহত বলে কেউ বুঝি থাকে
হৃদয়ের এককোণ ছ্যাঁত করে ওঠে
তখনি সে পেড়ে আনে হিসেবের খাতা
সে কিছুদিন ডুবে যেতে চায়
আল দিয়ে ঘিরে রাখে মানসীয় ভূমি
অদ্ভুত কিছুতেই পিছু ছাড়বে কি
তার গলার ভিতরে থাকে আকুতির ছড়া
এখনো কি হারাবে না কোনো কোনো স্মৃতি
অগত্যা অনেক ভুলের পরে থমকে দাঁড়ায়
সে ১