তোমাকে এখন ছদ্মবেশ মানায়
এই একঘেয়ে বেঁচে থাকা বিরক্তিকর
শান্তি স্বস্ত্যয়নের মন্ত্র ভুলে যেতে চাই
এমন কিছু কি করবে না যা রোমাঞ্চকর
কোনোদিন করেছ কি হিসেব বহির্ভূত

সুখের ভাতের থালা নিয়ে স্বপ্ন দেখো
মরিয়া হবার কোনো দায় নেই বুঝি
নীরক্ত মুখের দিকে তাকানো যায় না
শালপ্রাংশু হাত বাড়িয়ে ভুলে যাও ক্ষতি
ভুলে যাও নির্ভরতা সচ্ছলতার ঘর

কোনোদিন দেখবে না দিগন্তবিস্তার
সারাটা জীবন হামানদিস্তায় বাঁচো
স্থবিরতা শৈবাল তোমার চারিদিকে
এবার নাড়ী ছিঁড়ে সমুদ্রে নামো

তোমাকে এখন শুধুই ছদ্মবেশ মানায়...


তুমি ১২